
সাখাওয়াত ভ্রাম্যমান প্রতিনিধ
ফরিদগঞ্জ (চাঁদপুর) থেকে সরাসরি:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদ।
২৫ অক্টোবর (শনিবার) ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর, ৮নং পাইকপাড়া দক্ষিণ, ৪নং সুবিদপুর পশ্চিম, ৫নং গুপ্টি পূর্ব ও ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তিনি গণসংযোগ, লিফলেট বিতরণ এবং মরহুম নেতাকর্মীদের কবর জিয়ারত করেন।
এসময় তিনি ২০১৩ সালের ২৫ অক্টোবর ফরিদগঞ্জে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনকালে শহীদ তিন যুবদল নেতা আরিফ, বাবুল ও জাহাঙ্গীরের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
লায়ন মোঃ হারুনুর রশিদ বাজারের ব্যস্ত পথচারী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে তারেক রহমানের সালাম এবং আগামীর রাষ্ট্রকাঠামো বিনির্মাণের রূপরেখা সম্বলিত ‘৩১ দফা’ লিফলেট তুলে দেন।
চলমান রাজনৈতিক সংকটে জনগণের কাছে আশার আলো এবং পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল এ গণসংযোগে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
গণসংযোগ শেষে স্থানীয় বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ।
সভায় ফরিদগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—
আজিজুর রহমান আজিজ, নাছির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, বিল্লাল কোম্পানি, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, হুমায়ুন কবির কাজি, জেলা যুবদল সদস্য ফজলুর রহমান, পৌর বিএনপি নেতা এম এ টুটুল পাটোয়ারী, মোখলেসুর রহমান ভুট্টু পাঠান, সেলিম মাহমুদ রাড়ি, হারুন পাঠান, স্বেচ্ছাসেবক দলের মানিক পাটোয়ারী, যুবদল নেতা মাহবুব মোরশেদ কচি, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলী, পেয়ার আহমেদ তালুকদার, কামরুল ইসলাম পাটোয়ারী, যুগ্ম আহবায়ক শাওন পাঠান, মনির মাস্টার, হোসেন পাটোয়ারী, উসমান পাটওয়ারী, হাবিবুর রহমান রুবেল প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মহিন আহমেদ ভুইয়া, যুগ্ম আহবায়ক মোঃ রাশেদ আলম, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম স্বপন, সাইফুল ইসলাম সুমন, ইয়াসিন আখন্দ সুজন, সোহেল রানা, আব্দুল গাফফার, মনির হোসেন, সাখাওয়াত হোসেন, ক্বারী মোঃ মহসিন, জুয়েল হোসেন, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের নাসির উদ্দিন সম্রাট, চান্দ্রা সামাদিয়া ডিগ্রি মাদরাসা ছাত্রদলের সভাপতি রাকিব গাজী ও সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন।
ইউনিয়ন বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সিরাজুল ইসলাম মাস্টার, আবু হানিফ মুন্সি, আশরাফ আলী খান আশু, নূর ইসলাম কাজি, সামছুল আলম, মিজানুর রহমান মিজান, হাসান পাটোয়ারী, আনোয়ার হোসেন, হোসেন বেপারী, আব্দুল হালিম, আমজাদ হোসেন মাস্টার, আব্দুল মান্নান মিয়া, আব্দুল মান্নান মিঠু পাটোয়ারী, মোবারক হোসেন কালু, বাবুল আক্তার, মনির বেপারী, ফজলুর রহমান মুন্না, আব্দুর রহিম সরদার, মনির হোসেন, লুৎফুর রহমান, আবুল খায়ের জমাদ্দার, জালাল উদ্দিন স্বপন শেখ, বোরহান উদ্দিন, জাকির হোসেন বাবলু, আব্দুল হান্নান পাটোয়ারী, রবিউল ইমাম বাবু, আব্দুল কদ্দুস, আব্দুল জলিল, ফারুক হোসেন, আবুল কাশেম সবুজ, সুমন চৌধুরী, ইসমাইল হোসেন সোহাগ, ফরিদ হোসেন বুলেট বাবু, কবির জমাদার, কাউসার হোসেন, শরীফ হোসেন, নাসির হোসেন বরকন্দাজ, সাব্বির রহমান, হোসেন পাটোয়ারী, অপু ভূঁইয়া, নাসির হোসেন, যুবদল নেতা জসিম বেপারী, মোতাহার হোসেন, আব্দুল করিম প্রমুখ।