সিনিয়র স্টাফ রিপোর্টার: সাখাওয়াত
চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদ।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার, গ্রাম, চা-স্টল ও দোকানপাটে গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি সাধারণ ভোটারদের হাতে ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন এবং বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
লায়ন মোঃ হারুনুর রশিদ বলেন, “বিএনপির ৩১ দফা কর্মসূচি হলো একটি জনগণকেন্দ্রিক রূপরেখা— যেখানে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার ফিরিয়ে আনা, দুর্নীতি দমন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে। আমাদের একটাই লক্ষ্য— জনগণের সরকার প্রতিষ্ঠা।”
তিনি আরও বলেন, “আজ জনগণ মুক্ত গণতন্ত্র চায়, ন্যায়বিচার চায়, নিরাপত্তা চায়। বিএনপি সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটাতে কাজ করছে।”
গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন। তারা রাস্তায় রাস্তায়, ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে কথা বলেন, ধানের শীষের পক্ষে সমর্থন চান এবং ৩১ দফা কর্মসূচির তাৎপর্য ব্যাখ্যা করেন।
এ সময় ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনেক সাধারণ মানুষ বিএনপির নেতাকর্মীদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানান এবং দলের প্রতি সমর্থন ব্যক্ত করেন।
স্থানীয় একজন প্রবীণ নাগরিক বলেন, “অনেক দিন পর এমন গণসংযোগ দেখলাম। জনগণের পাশে থেকে কথা বলাটাই আসল রাজনীতি। আমরা পরিবর্তন চাই, শান্তি চাই।”
এছাড়াও বিএনপি নেতারা স্থানীয় জনসাধারণের সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং ভবিষ্যতে জনগণের পাশে থেকে তা সমাধানের প্রতিশ্রুতি দেন।
গণসংযোগ কর্মসূচির শেষে সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান— “জনগণের পাশে থাকুন, তাদের সমস্যার কথা শুনুন, ভালোবাসা দিয়ে বিএনপির বার্তা পৌঁছে দিন। আগামী পরিবর্তনের জন্য জনগণের হৃদয়ে ধানের শীষের প্রতীককে জাগিয়ে তুলুন।”
দিনব্যাপী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।