নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, তারই ধারাবাহিকতায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি।
শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ পরিচালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদ।
স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়কালে তিনি বলেন,
“তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা কর্মসূচি হচ্ছে জাতির মুক্তির রূপরেখা। এই দফাগুলোর বাস্তবায়নই পারে গণতন্ত্র পুনরুদ্ধার করতে এবং দেশকে একটি সুষ্ঠু, স্বচ্ছ, জনগণের অংশগ্রহণমূলক রাষ্ট্রে পরিণত করতে।”
লায়ন হারুনুর রশিদ আরও বলেন,
“বর্তমান অবৈধ সরকারের দমননীতি, দুর্নীতি, রাজনৈতিক নিপীড়ন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে জনগণ আজ ঐক্যবদ্ধ। বিএনপি দেশের প্রতিটি স্তরে জনগণের পাশে থেকে সত্যিকারের গণআন্দোলন গড়ে তুলছে।”
এ সময় ফরিদগঞ্জ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন—
আজিজুর রহমান আজিজ, নাসির উদ্দিন পাটোয়ারী, বিল্লাল কোম্পানি, ফজলুর রহমান, এম.এ. টুটুল পাটোয়ারী, মোখলেসুর রহমান ভুট্টু পাঠান, সেলিম মাহমুদ রাড়ি, হারুন পাঠান, পেয়ার আহমেদ তালুকদার, শফিকুল ইসলাম স্বপন, কামরুল ইসলাম পাটোয়ারী, শাওন পাঠান, সাইফুল ইসলাম সুমন, আব্দুল গাফফার, হোসেন পাটোয়ারী, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন বিএনপি’র মানিক হোসেন মেম্বার, আব্দুস সাত্তার পাটোয়ারী, ডাক্তার শাজাহান খান, মোমিন খান, সোলেমান খান দুদু প্রমুখ।
কর্মসূচি চলাকালে ধানুয়া বাজারসহ আশপাশের এলাকায় উৎসুক জনতা লিফলেট গ্রহণ করে বিএনপি নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। অনেকেই জানান, তারা ৩১ দফা সম্পর্কে অবহিত হয়েছেন এবং এটি বাস্তবায়িত হলে দেশে একটি প্রকৃত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে বিশ্বাস করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের গণসংযোগ ও সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিএনপি মাঠ পর্যায়ে আবারও সংগঠনকে শক্তিশালী করতে পারছে, যা ভবিষ্যতের আন্দোলনকে আরও বেগবান করবে।