
ভ্রাম্যমাণ প্রতিনিধি “সাখাওয়াত”
চাঁদপুরের ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সেবা নিশ্চিত করতে সনদপ্রাপ্ত ও অনুমোদিত দলিল লেখকরাই এখন থেকে দলিল দাখিল করতে পারবেন।
সাব-রেজিস্ট্রার জনাব মোহাম্মদ তানভীর আলম জানান, দীর্ঘদিন ধরে দালালচক্র ভূয়া দলিল লেখক পরিচয়ে সাধারণ দাতা ও গ্রহিতাদের হয়রানি করে আসছে। এসব প্রতারণা বন্ধে দলিল লেখক সমিতি উদ্যোগ নিয়েছে সনদপ্রাপ্ত দলিল লেখকদের পরিচয়পত্র প্রদানের।
গত ১৯ অক্টোবর ২০২৫, রবিবার ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সনদপ্রাপ্ত দলিল লেখকদের মাঝে পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সাব-রেজিস্ট্রার তানভীর আলম।
তিনি বলেন, “এখন থেকে কেবলমাত্র সনদপ্রাপ্ত ও অনুমোদিত ব্যক্তিরাই দলিল দাখিল করতে পারবেন। অননুমোদিত বা সহকারী কেউ দলিল সাবমিট করার সুযোগ পাবেন না।”
এ সময় ফরিদগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ছালাউদ্দিন বলেন, “সাব-রেজিস্ট্রি অফিসকে দালালমুক্ত রাখতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র দলিল লেখক মোনায়েম খান, আঃ ছোবহান লিটন, ওসমান গনি, কামাল উদ্দিন জমাদার, জাকির চৌধুরী, আঃ মান্নান টিপু, জাকির হোসেন পাটওয়ারী, সৈয়দ আহাম্মদ, ইকবাল পাঠান, সাখাওয়াত, কামাল উদ্দিন শেখ, সাইফুল ইসলাম মহন, হাবিবুর রহমান, আলাউদ্দিন, দ্বীন মোহাম্মদ প্রমুখ সহ ফরিদগঞ্জ উপজেলার অন্যান্য দলিল লেখক বৃন্দ ।