নিজস্ব প্রতিবেদক:- বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ — বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মহসিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ডা. মোঃ মোসলেহ উদ্দীন হায়দার রাসেল এবং ডা. আবু জাহেদ ফিরোজ মোঃ লায়েল।
সাক্ষাতে হাসপাতালের পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীদের সার্বিক চিকিৎসায় সরকারি সুযোগ-সুবিধা, বহিরাগত দালালমুক্তকরণ এবং স্বাস্থ্য খাতের অন্যান্য উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সরকারি হাসপাতালে গরিব, দুস্থ ও অসহায় রোগীদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলারের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব আতিক, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদিকা মোছাঃ নার্গিস খাতুন নাজমা, কার্যনির্বাহী সদস্য মোঃ শাজাহান আলী, মোঃ আরিফ হোসেন, মোঃ শাহাদত হোসেন প্রমুখ।