নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আছর শহরের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বগুড়া জেলা শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষনেতা ও জাগপা কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন— জাগপা বগুড়া জেলা শাখার সভাপতি মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক আইয়ুব আলী তালুকদার, সহ-সভাপতি আবু রায়হান, হেলাল উদ্দিন সাখিদার, মীর ওসমান আলী শুভ শেঠ, বাবলু জোয়ার্দার, দবির উদ্দিন, এমারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম।
দোয়া মাহফিল পরিচালনা করেন বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল্লাহ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— এনসিপি বগুড়া শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদ, সদস্য সচিব সুলতান মাহমুদ, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সামছুল হক, বগুড়া জেলা লেড শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিকনেতা লিটন শেখ বাঘা, জাগপা নেতা ডাঃ নূরুল ইসলাম, জাগপা বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি মাসুদুর রহমান মণ্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট খালেদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, জাগপা বগুড়া শহর শাখার সভাপতি বাবলু মিয়া, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলামসহ অন্যান্য নেতা-কর্মীরা।
দোয়া মাহফিলে নেতৃবৃন্দ তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী “গণতন্ত্রের মা” বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন।