
এস এম রাকিব, বগুড়া জেলা প্রতিনিধি :-
বগুড়ার শেরপুর উপজেলায় ধান ব্যবসায়ী আব্দুল হামিদ (৩৮)-এর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ ও পিটিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
রোববার (১১ জানুয়ারি) সকালে ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামে রাস্তার পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হামিদুল মণ্ডল ওই গ্রামের মোন্তাজ মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ধানের ব্যবসা করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টা ৩০ মিনিটের দিকে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় রাস্তার ধারে ধানক্ষেতের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। খবরটি ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা এসে হামিদুল মণ্ডলের লাশ শনাক্ত করেন। নিহতের গলা, নাক ও ঘাড়ের এক পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহতের বড় ভাই গোলাম মোস্তফা জানান, হামিদুল একজন পেশাদার ধান ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়িক লেনদেনের জন্য তার কাছে নগদ টাকা থাকার কথা। ধারণা করা হচ্ছে, টাকা লুট করার উদ্দেশ্যেই তাকে হত্যা করে নির্জন স্থানে ফেলে রেখে গেছে দুষ্কৃতকারীরা।