মোঃ শাহাদৎ হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টার:
অদ্য ৩০/১০/২৫ ইং তারিখ বৃহস্পতিবার দুপুর ১২ টায় বগুড়া জেলার শেরপুর উপজেলায় অবস্থিত নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়ার একটি যৌথ মনিটরিং কার্যক্রম পরিচালিত করেন।মনিটরিংকালে উক্ত প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ,খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য (সাল্টু) মিশ্রণ এবং পাউডার দুধ দিয়ে দই উৎপাদন করে গরুর দুধের দই বলে বিক্রি করার অপরাধে নাবিল হাইওয়ে রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১,৫০,০০০/- (দেড় লক্ষ টাকা) জরিমানা আরোপ এবং আদায় করা হয় হোটেল কর্তৃপক্ষ কাজ থেকে।