
মোঃ শাহাদৎ হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টার; আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন বগুড়া শেরপুর সীমাবাড়ী ইউনিয়নে যুবদলের ও ছাত্রদলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ব্যাপকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এবার বিএনপির মনোনয়ন প্রাপ্ত বগুড়া শেরপুর ধুনট ০৫ আসনের বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মাদ সিরাজ এর পক্ষে এই নির্বাচনী প্রচারণা। বৃহপ্রতিবার বগুড়া শেরপুর ধনকুন্ডী সীমাবাড়ী ইউনিয়নে দলীয় নেতাকর্মী নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন । এ সময় সবাই এলাকার মানুষের দ্বারে দ্বারে ও পথচারী, রিকশাচালক, দোকানদারদের কাছে গিয়ে ধানের শীষের জন্য ভোট চেয়ে দোয়া প্রার্থনা করেন। এ সময় বগুড়া শেরপুর সীমাবাড়ী ইউনিয়নে যুবদলের আহ্বায়ক মোঃ আশিকুর রহমান চাঁন বলেন, ‘আমার এলাকার যুবদলের সকল নেতাকর্মী ও নির্বাচনের সময় নিজ গ্রাম থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছি। আমিও সেই ধারা অব্যাহত রেখে আমার এলাকার প্রতিবেশী ও মহল্লার মানুষের কাছে থেকে দোয়া নিয়ে আমাদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছি। তিনি বলেন, ‘আমি আনন্দিত যে আমার মহল্লার প্রতিটা মুরব্বি নারী-পুরুষ সাধারণ জনগণসহ সবাই আমাদের সঙ্গে আছেন। তারা নিজেরাও ইতিমধ্যেই আমাদের জন্য কাজ শুরু করেছেন। আগামীতে উন্নত দেশ গড়তে সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন। এবার বিএনপির মনোনয়ন প্রাপ্ত বগুড়া ধুনট ০৫ এর গোলাম মোহাম্মাদ সিরাজ সাহেব বিপুল ভোটে সবার দোয়ায় নির্বাচিত হবেন ইনশাআল্লাহ ।এই সময় সীমা বাড়ী ইউনিয়ন যুবদলের ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নির্বাচনী প্রচারণা কাজ করছেন।