নিজস্ব প্রতিবেদক:- আজ, বুধবার ১৩ আগস্ট ২০২৫ — বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটির নবগঠিত নেতৃবৃন্দ ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. মো. মজিদুল ইসলাম এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. রাশেদুল ইসলাম রনির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎকালে স্বাস্থ্য খাতের উন্নয়ন, সরকারি হাসপাতালগুলোতে গরিব, দুঃস্থ ও অসহায় রোগীদের মানসম্মত সেবা নিশ্চিতকরণ এবং সেবা ক্ষেত্রের সুযোগ-সুবিধা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। তত্ত্বাবধায়ক ও আরএমও উভয়েই এই সংলাপকালে তাঁদের আন্তরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিনিধিদলে নেতৃত্ব দেন নবনির্বাচিত সভাপতি, চিকিৎসা প্রযুক্তিবিদ মো. আরমান হোসেন ডলার। দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন:
সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ
যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব আতিক
সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসেন ছাবদুল
দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন
সহ-শ্রম বিষয়ক সম্পাদক মো. আল আমিন হোসেন
সমাজসেবা বিষয়ক সম্পাদিকা মোছা. নার্গিস খাতুন নাজমা
কার্যনির্বাহী সদস্য মো. শাজাহান আলী, মো. আরিফ হোসেন, মো. শাহাদত হোসেনসহ প্রমূখ।