নিজস্ব প্রতিবেদক:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
গত সোমবার (২৯ ডিসেম্বর) বেলা তিনটার দিকে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার (লালু)।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিল শেষে সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার (লালু) বলেন, “আমরা বিপুল ভোটে ম্যাডামকে বিজয়ী করতে চাই। সাধারণ মানুষ তাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।”
অপরদিকে, একই দিন (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য এ কে এম মাহবুবুর রহমান, ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এবং বগুড়া শহর বিএনপির সভাপতি এ কে এম হামিদুল ইসলাম হিরু।
তারেক রহমানের মনোনয়নপত্রে প্রস্তাবক ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা এবং সমর্থক ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
মনোনয়নপত্র দাখিল শেষে রেজাউল করিম বাদশা সাংবাদিকদের বলেন, “আমাদের নেতা তারেক রহমান অচিরেই বগুড়ায় আসবেন এবং ভোটের প্রচারণা শুরু করবেন। বগুড়া-৬ আসন থেকে আমরা তাকে সর্বোচ্চ ভোট উপহার দিতে চাই।”