সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি আয়োজনে ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় – বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।
এতে উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন সংগীত, রচনা, কেরাত সহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা অংশগ্রহণ করে।
কামারখন্দ উপজেলার মিনি অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবং পুরস্কার বিতরণ করেন, সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ সবুজ, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সম্পা খাতুন, কামারখন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী, জামতৈল ইউপির চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। এসময় সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকেরা, গালর্স গাইডার, গালর্স গাইড শিক্ষার্থীরা, বিচারক মন্ডলীরা, অভিভাবকদের একাংশ ও প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে, উপজেলা পর্যায়ে ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান,শ্রেষ্ঠ গার্লস গাইডার, শ্রেষ্ঠ গার্লস গাইডস শিক্ষার্থী,শ্রেষ্ঠ কেরাত,শ্রেষ্ঠ রচনা প্রতিযোগিতা, শ্রেষ্ঠ লোক সঙ্গীত,পল্লীগীতি,লোকনৃত্য মোট ৭টি ক্যাটাগরিতে সনদ ও ক্রেস্ট অর্জন করায় ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার সাহা, সহকারী প্রধান শিক্ষক মোছাঃ কাছিদা রোজী সহ অন্যান্য শিক্ষকগণ এর পক্ষ থেকে বিচারক প্যানেল, আয়োজক মণ্ডলীকে অসংখ্য ধন্যবাদ এবং বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ।