মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
ঘোষনা
কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে বিদেশী পিস্তল, গুলি ১২ কেজি গাজা উদ্ধার আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ একজন গ্রেফতার খুশি চরফ্যাশন ও মনপুরা সাধারণ জনগণ গলাচিপায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা না রহস্য? ভোলা জেলা ৪টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত। বগুড়া-৫ আসনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ রাজশাহীর ছয়টি আসনের দুটিতে নতুন মুখ, চারটিতে প্রবীন রাজনীতিবিদ কথা-কবিতা-গান-সম্মাননায় সাউন্ডবাংলার অনবদ্য আয়োজন অনুষ্ঠিত আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতায় পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রথম বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার ঘোষণা আমিনুল হকের অটোরিক্সাসহ ছিনতাই চক্রের ২ জনকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ, চট্টগ্রাম বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। অন্যত্র হালকা বৃষ্টি হতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু। ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত ২৩৭ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন যারা। রাঙ্গাবালীতে স্লুইস গেট ভেঙ্গে অকেজো, পানির অভাবে দুই হাজার একর আমন ধান হুমকির মূখে,কৃষকের মাঝে হতাশা ধামরাইয়ে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্র বলাৎকারের অভিযোগ — এসআই জিয়াউর রহমানের দ্রুত অভিযানে শিক্ষক গ্রেপ্তার ও আদালতে প্রেরণ চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় এক রাতে প্রায় ৩০০ পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা! বাগান মালিক নিঃস্ব, গ্রামজুড়ে কান্না ও ক্ষোভের ঝড় আনন্দঘন বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দৈনিক স্বদেশ বিচিত্রা’র অষ্টম তম বর্ষপূর্তি অনুষ্ঠান

বরিশাল বিভাগে তীব্র তাপপ্রবাহ ও বৃষ্টিহীনতায় বাড়ছে ডায়রিয়ার রোগীর সংখ্যা

রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২৬৪ বার পঠিত

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
বরিশাল বিভাগে ধারাবাহিক তাপপ্রবাহে ওষ্ঠাগত জনজীবন। বৃষ্টিহীনতা দাবদাহের এই অসহনীয় অবস্থাকে আরও তীব্র করে তুলছে। সেই সঙ্গে বাড়ছে ডায়রিয়ার রোগীর সংখ্যা।চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বিভাগের ছয় জেলায় ২৬ হাজার ৫৯১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এপ্রিলের ২৫ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩১৮ জন।

বরিশাল আবহাওয়া বিভাগ বলছে, এবার জানুয়ারি থেকেই বিভাগের আবহাওয়ায় চরমভাবাপন্ন বৈশিষ্ট্য লক্ষ করা যাচ্ছে। একদিকে তীব্র তাপপ্রবাহ, অন্যদিকে বৃষ্টিহীনতা পরিস্থিতিকে ক্রমেই অস্বাভাবিক করে তুলছে।

আবহাওয়া বিভাগ থেকে জানা গেছে, জানুয়ারি মাসে বরিশালে সর্বোচ্চ স্বাভাবিক তাপমাত্রা থাকার কথা ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেখানে ছিল ২৯ দশমিক ২। ফেব্রুয়ারিতে থাকার কথা ২৮ দশমিক ২, সেখানে ছিল ৩২। মার্চে সর্বোচ্চ স্বাভাবিক তাপমাত্রা থাকার কথা ৩২ দশমিক ২, সেখানে ছিল ৩৪ দশমিক ৪ আর এপ্রিলে থাকার কথা ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, সেখানে ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অনুভূত তাপমাত্রা ছিল আরও বেশি।

অধিক তাপমাত্রার পাশাপাশি এবার বরিশালে বৃষ্টিহীনতার প্রবণতাও বেশি। বিভাগে জানুয়ারিতে যেখানে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা ৮ দশমিক ৯ মিলিমিটার, সেখানে বৃষ্টি হয়েছে ৪ দশমিক ৩। ফেব্রুয়ারিতে হওয়ার কথা ২৭ মিলিমিটার, সেখানে হয়েছিল ৩৬ দশমিক ৪। ফেব্রুয়ারিতে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টি হয় বিভাগে। কিন্তু মার্চে ৫৭ দশমিক ১ মিলিমিটার বৃষ্টি হওয়া কথা থাকলেও বৃষ্টি হয়নি এক ফোঁটাও। এপ্রিলে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা ১৩৫ দশমিক ৫ মিলিমিটার, সেখানে গত ২৫ দিনে মাত্র ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

গ্রামাঞ্চলে নদী ও খালের পানি ব্যবহারকারীরা ডায়রিয়ায় বেশি আক্রান্ত হন। গত বছরের মতো এবারও আক্রান্তের হার বেশি।বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মো. মাহফুজুর রহমান মঙ্গলবার (২৬ এপ্রিল)সাংবাদিকদের বলেন, এবার জানুয়ারি থেকে তাপমাত্রার ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে। সেই সঙ্গে বৃষ্টিহীনতা তাপমাত্রার ঊর্ধ্বগতিকে আরও অসহনীয় ও ঊর্ধ্বগামী করে তুলছে। তিনি আরো বলেন, আগামী ২ মের আগে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।

তাপমাত্রা ও বৃষ্টির এই অস্বাভাবিকতা এ অঞ্চলের জনস্বাস্থ্য ও কৃষির ওপর মারাত্মক প্রভাব ফেলছে। বাড়ছে ডায়রিয়াসহ নানা রোগব্যাধি। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বিভাগের ছয় জেলায় ২৬ হাজার ৫৯১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এপ্রিলের শেষ ২৫ দিনে ১৪ হাজার ৩১৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, জানুয়ারি মাসে বিভাগে ৪ হাজার ৮১১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর পরের মাসে তা অনেকটা কমে গিয়েছিল। ফেব্রুয়ারিতে ভর্তি হয়েছিলেন ১ হাজার ৮১০ জন। আর মার্চে তা বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৬৫২ জনে। এরপর এপ্রিলের ২৫ দিনে তা আরও বেড়ে হাসপাতালে এসেছেন ১০ হাজার ৮১৪ জন ডায়রিয়া রোগী। গত এক সপ্তাহে ৩ হাজার ৬৭৮ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

আক্রান্তের দিক থেকে সবচেয়ে বেশি রোগী বরিশালে ৭ হাজার ৯১১ জন। দ্বিতীয় ভোলা জেলায় ৫ হাজার ৩০৬, এরপরে পটুয়াখালী জেলায় ৪ হাজার ৫৩৫। এ ছাড়া পিরোজপুরে ৪ হাজার ১৪১, বরগুনায় ২ হাজার ৫৪৬ ও ঝালকাঠিতে ২ হাজার ১৫২ জন রোগী আক্রান্ত হয়েছেন। তবে বেসরকারি সূত্রগুলো বলছে, ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি হলে সরকারি হিসাবের খাতায় আসে। কিন্তু আক্রান্ত রোগীর ৬০ ভাগই হাসপাতালে যান না।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল এক۔ প্রশ্নের জবাবে বলেন, চৈত্র-বৈশাখে পানিবাহিত রোগটির প্রকোপ দেখা দেয়। বিশেষ করে গ্রামাঞ্চলে নদী ও খালের পানি ব্যবহারকারীরা ডায়রিয়ায় বেশি আক্রান্ত হন। গত বছরের মতো এবারও আক্রান্তের হার বেশি। এবার ধারাবাহিক তাপপ্রবাহ ও বৃষ্টিহীনতা ডায়রিয়ায় আক্রান্তের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

শ্যামল কৃষ্ণ মণ্ডল আরও বলেন, ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার বিষয়টি তাপমাত্রা কমা ও বৃষ্টির ওপর নির্ভর করছে। এখন প্রতিদিন গড়ে ৪০০ রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে এখনো কারও মৃত্যু হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991