
শারমিন আরা
ঝিনাইদহ জেলা প্রতিনিধি,
ঝিনাইদহ কোটচাঁদপুর টি আই সি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের সম্মানে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিশাল বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেলো ৮-১১- ২০২৫ তারিখে,
বাংলাদেশের শিক্ষাঙ্গনে বিরল এক দৃশ্যের সাক্ষী হলো ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা। কোটচাঁদপুর টি আই সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষকের বিদায় উপলক্ষে অনুষ্ঠিত হলো এক অন্যরকম আবেগঘন অনুষ্ঠান।
বিদ্যালয়ের অসংখ্য শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বিদায় অনুষ্ঠানটি যেন রূপ নিয়েছিল এক মিলনমেলায়। বিদায়ী শিক্ষককে সম্মান জানাতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় মোটরসাইকেল শোভাযাত্রা—
যা শিক্ষাক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
উজ্জ্বল সাজসজ্জায় সজ্জিত বিদ্যালয় মাঠে ফুল, ব্যানার ও ভালোবাসায় ভরে ওঠে চারপাশ। বক্তারা বিদায়ী প্রধান শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের অবদান, শিক্ষার মানোন্নয়নে তাঁর নিরলস পরিশ্রম ও মানবিক নেতৃত্বের প্রশংসা করেন।
অশ্রুসিক্ত বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন—
“তিনি ছিলেন এক সত্যিকারের শিক্ষানুরাগী, যিনি শুধু শিক্ষা নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের দীক্ষা দিয়েছেন প্রজন্মের পর প্রজন্মকে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার , অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোস্তফা সাঈদ ,স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
শেষ পর্বে বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, উপহার ও স্মারক তুলে দিয়ে বিদায় জানানো হয়। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসার মেলবন্ধন।