মোঃ ছালাম, সিনিয়র রিপোর্টার :
পিরোজপুরে, নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় সুটিয়াকাঠী ইউনিয়নের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পিরোজপুর- ২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী। তিনি সমাবেশে বক্তৃতা প্রদান কালে বলেন, আপনারা মসজিদে একজন ইমাম রাখার ক্ষেত্রে ইমামের টুপি, পাঞ্জাবি, পাজামা, দাড়ি সহ সবকিছু ঠিকমতো আছে কি-না দেখেন কিন্তু ৫ বছরের জন্য যিনি ইমাম হবেন তার চরিত্র ও যোগ্যতা দেখে ভোট দেওয়া উচিত। তাকে যদি ভোট দিয়ে সংসদে পাঠানো হয় তাহলে তিনি প্রকল্পের কাজের পরিচিতি করে এবং ঠিকাদার প্রতিষ্ঠানকে সামনে রেখে জনগণের সামনে কাজের জবাবদিহিতার সুযোগ করে দিবেন। তিনি হিন্দুদের উদ্দেশ্য করে বলেন, আপনাদেরকে সংখ্যালঘুর মধ্যে আবদ্ধ করে রাখতে চাই না, আমরা সবাই বাংলাদেশী। মসজিদ যেমন পাহারা দিতে হয়না তেমনি মন্দিরও পাহারা দিতে হবেনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ছিদ্দিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর জনাব মোঃ আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যান ফেডারেশনের পিরোজপুর জেলার সিনিয়র সহ-সভাপতি জি এম মোস্তফা মূসা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ মহিউদ্দিন।
এ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন - উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পৌর সভাপতি মাওলানা মোঃ জহিরুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ সাইদুর রহমান, মিডিয়া বিভাগের সভাপতি ও সমাজ কল্যান সেক্রেটারি মোঃ গোলাম আযম আছলাম, দৈহারী ইউনিয়নের সভাপতি মাওলানা মোঃ আঃ হালিম, সোহাগদল ইউনিয়নের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, গুয়ারেখা ইউনিয়ন সভাপতি মোঃ বাবুল হোসেন, ঢাকাস্থ নেছারাবাদ ফোরামের নেতৃবৃন্দ মোহাম্মদ শরীফ আহসান ও এডভোকেট মোঃ খালিদ হোসেন, জলাবাড়ী ইউনিয়ন সভাপতি মোঃ আবু সুফিয়ান, বলদিয়া ইউনিয়ন সেক্রেটারি মোঃ মিরাজ আঁকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুটিয়াকাঠী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সিরাজুম মুনিরা, সভাপতিত্ব করেন মাওলানা শাহ মোঃ জাকির।
এছাড়ও বিকাল ৩:৩০ মি উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের সেহাঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামাতের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। হাফেজ মোহাম্মদ শরীফ -এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মোঃ আবু হানিফ। উভয় সুধী সমাবেশে এলাকার জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন।