সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু:
ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মনপুরার রামনেওয়াজ ঘাটে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট মনপুরা ও পুলিশ কর্তৃক যৌথ টহল ও তল্লাশি চেকপোস্ট পরিচালনা করা হয় আজ।
৩০ মার্চ রোজ (রবিবার) ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত মনপুরার বিভিন্ন এলাকাসমূহে যৌথ অভিযান পরিচালনা করে আসছে।
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে নৌবাহিনী কন্টিনজেন্ট মনপুরা ও মনপুরা থানা পুলিশ এর সমন্বয়ে জন নিরাপত্তা প্রদানের লক্ষ্যে রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় যৌথ টহল ও তল্লাশি চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা মূলক কার্যক্রম চালায়।এই সময় যাত্রীদের কাছ থেকে যানবাহন গুলো অতিরিক্ত পরিমাণে ভাড়া আদায় করছে কিনা, স্পিড বোটে পর্যাপ্ত পরিমাণে লাইভ জ্যাকেট আছে কিনা, স্পিড বোটে যাত্রী ধারণ ক্ষমতা কত। যাত্রীদের বাড়ি ফেরার পথে কোন ছিনতাই ডাকাতি হচ্ছে কিনা। ব্যাগের ভিতর অবৈধ কোন মালামাল আছে কিনা৷ এবং কোন যাত্রীকে যদি সন্দেহ হয় তাহলে তাদেরকে দার করিয়ে চেক করা হয় তাদের কাছে কোন ধরনের অবৈধ মালামাল আছে কিনা তা চেক করা হয়। ভোলা জেলায় আগামীকাল ঈদের দিনেও নৌবাহিনী কন্টিনজেন্ট কর্তৃক এ ধরনের বিভিন্ন রকম টহল ও নিরাপত্তা মূলক কার্যক্রম চলমান থাকবে বলে নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার জানিয়েছে।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী এর নিয়মিত যৌথ অভিযান চলমান থাকবে।