মীর জেসান হোসেন তৃপ্তি :
রাজধানীর মিরপুর টেকনিক্যাল দারুস সালামে নিজস্ব কার্যালয়ে শনিবার সকালে বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিঃ এর যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ইউনুস আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, “রসুল (সা.)-এর আদর্শ ও শিক্ষা নিয়ে আমরা যদি জীবন অতিবাহিত করতে পারি, তবে অবশ্যই কামিয়াবি অর্জিত হবে। আরো বলেন, দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ফিরিয়ে দিতে হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি এ মান্নান। তিনি বলেন, “আমরা সবসময় সমাজ ও দেশের কল্যাণে কাজ করে চলেছি, ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজার আলী। এ সময় বক্তব্য রাখেন মোছাম্মৎ কোহিনুর বেগম, মাহমুদা আক্তার ও মোঃ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মিসেস জোবাইদা বেগম, মোছাম্মৎ জলেকা বেগম, মিসেস খালেদা বেগম, গৌরী বেগম, মোঃ কালাম, মোঃ কামরুল, মোঃ হোসাইন প্রমুখ। আলোচনা শেষে দেশ ও জাতির অগ্রগতি, মুসলিম উম্মাহর ঐক্য ও মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিতদের মাঝে তাবারক বিতরণ করা হয়।