
স্টাফ রিপোর্টার :-
বাংলাদেশ রিপোর্টার সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রবীণ সাংবাদিক, কলামিস্ট, সাহিত্যিক ও স্বর্ণপদকপ্রাপ্ত মরহুম আব্দুল আজিজ মাহফুজের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্মরণসভাটি অনুষ্ঠিত হয় ২৮ ডিসেম্বর ২০২৫ ইং, বিকেল ৩টায়, জাতীয় প্রেসক্লাব-এর জহুর হোসেন চৌধুরী হলরুমে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুমের সহধর্মিণী মিসেস রাশিদা আজিজ, যিনি বর্তমানে বাংলাদেশ রিপোর্টার সোসাইটি-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফ এম আব্দুর রহমান, মাননীয় বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট (অবসরপ্রাপ্ত)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ আবু হানিফ খান, ডিন, ইউনিভার্সিটি অব কুমিল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন ওয়াহিদুজ্জামান টিটু, এডিশনাল পিপি, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা; মেজর মোসা ও নাজমা খাতুন; শফিকুল ইসলাম সাদ্দাম, প্রকাশক ও সম্পাদক, দৈনিক দিন প্রতিদিন এবং সহসভাপতি, সম্মিলিত সাংবাদিক পরিষদ; জুলফিকার আলী, প্রকাশক ও সম্পাদক, দৈনিক দিনের আলো; আ.ফ.ম. বোরহান, প্রতিষ্ঠাতা মহাসচিব, বাংলাদেশ রিপোর্টার সোসাইটি।
অনুষ্ঠানে ইসলামী আলোচনা করেন মাওলানা সাদিক হোসেন, খতিব ও প্রিন্সিপাল, আল কুবা মাদ্রাসা। উপস্থিত ছিলেন আফিফা নওসিন চৌধুরী, বার্তা সম্পাদক, দৈনিক দিন প্রতিদিন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শেখ মোঃ ফরিদ আহমেদ চিশতি, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ রিপোর্টার সোসাইটি ও আহ্বায়ক, অনুষ্ঠান আয়োজন কমিটি। আয়োজক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন কে এম মোহাম্মদ হোসেন রিজভী। এছাড়া অর্থ সচিব মোঃ মোফাজ্জল হোসেন রাজু, যুগ্ম অর্থ সচিব শিহাব উদ্দিন সরকার, যুগ্ম আহ্বায়ক সালমা সুলতানা, আমিনুল ইসলাম ও শহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ মোনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে স্মরণসভা ও দোয়া মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা।