মো: শফিকুর রহমান
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C.)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক জনাব খান সেলিম রহমান –এর শ্বশুর দৈনিক মাতৃজগত পত্রিকার প্রকাশক আছিয়া রহমান কল্পনা–র পিতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান হুমায়ুন কবির মিয়ার পিতা মোঃ ইসমাইল মিয়া ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ০২ ডিসেম্বর ব্রেন স্ট্রোক করলে তাঁকে প্রথমে প্রথমে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ০৬ ডিসেম্বর শুক্রবার রাত ১২টা ৪৫ মিনিটে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মোঃ ইসমাইল মিয়ার ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
দেশের বিভিন্ন সংগঠন, বিশেষ করে সাংবাদিক সমাজ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C.), জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদকমন্ডলী, রিপোর্টার্স ইউনিটসহ অসংখ্য সংগঠন এক বিবৃতিতে মরহুমের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, “মোঃ ইসমাইল মিয়া ছিলেন অত্যন্ত বিনয়ী, মানবিক ও সদালাপী একজন মানুষ। তিনি সবসময় পরিবার, সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। তাঁর মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
পারিবারিকভাবে জানানো হয়েছে, মরহুমের জানাজা ও দাফন তার নিজ গ্রামের বাড়ি ভোলা জেলা লালমোহন থানা ধলীগৌর নগর ইউনিয়নে ৮ নং ওয়ার্ড ধৌলিগড়নগর গ্রামে ০৬ ডিসেম্বর বিকাল ৪.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
একই সঙ্গে পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং সকলের কাছে তাঁর জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে। 🤲