সিনিয়র স্টাফ রিপোর্টার
বাংলাদেশ হিন্দু ছাত্র জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে নীলফামারী জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শ্রাবন দাশ ও সভাপতি অন্নিশীল এবং সাধারণ সম্পাদক বিকাশ বাড়ৈ (তন্ময়) নীলফামারী জেলার নবগঠিত জেলা কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
নতুন অনুমোদিত জেলা কমিটিতে আশীষ বিশ্বাস সভাপতি ও পরিতোষ শীল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়াও জেলা কমিটিতে সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদকসহ মোট ২০ জন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটি অনুমোদনের মাধ্যমে নীলফামারী জেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বিশ্বাস প্রকাশ করেন যে, নবগঠিত জেলা কমিটি ছাত্র সমাজের মধ্যে ধর্মীয় চেতনা, নৈতিকতা ও সনাতন মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেষে সংগঠনের পক্ষ থেকে সকলকে ঐক্যবদ্ধভাবে “ধর্মে আস্থা, ন্যায়ে দৃষ্টি, মানবতায় উদ্ভাসিত হোক বাংলাদেশ” এই শ্লোগানে কাজ করার আহ্বান জানানো হয়।