পূর্ব শত্রুতার জের ধরে বাগেরহাট সদরের গোপালকাঠী গ্রামের মোস্তাফিজুর রহমান (৪০)নামের এক আওয়ামীলীগ কর্মীকে মোটরসাইকেল সহ অপহরন করে বেদমভাবে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে স্হানীয় যুবলীগ নেতা ইউপি সদস্য টুটুল কাজী ও তার সহযোগীরা। ঘটনার বিবরনে জানা গেছে সম্প্রতি মুক্ষাইটে ঘটে যাওয়া সংঘর্ষের জেরে সন্ত্রাসী টুটুলের নেতৃত্বে চার পাচজন সন্ত্রাসী মোস্তাফিজকে মোটরসাইকেল সহ অপহরন করে টুটুলের টর্চার সেলে নিয়ে বেদমভাবে পিটিয়ে ও কুপিয়ে রাস্তায় ফেলে রাখে। পরে স্হানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। টুটুল বাহিনীর ভয়ে এখোনো এই ব্যাপারে কোনো মামলা বা অভিযোগ করতে পারেনি ভূক্তভোগী মোস্তাফিজুর রহমান