
রাসেল মাহমুদ
ঢাকা জেলা প্রতিনিধি :
বাংলা কলেজের ছাত্রদল নেতা ও আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আজিজুল শেখ এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। ছাত্র রাজনীতিতে স্বচ্ছতা, নিষ্ঠা ও ত্যাগের এক বিরল উদাহরণ সৃষ্টি করেছেন তিনি।
ফুডপান্ডায় চাকরি করে নিজের পড়াশোনা এবং পরিবারের দায়িত্ব একসঙ্গে সামলাচ্ছেন আজিজুল শেখ। নিজের ঘামের টাকায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে ছাত্র রাজনীতিতে নতুন মূল্যবোধের বার্তা দিয়েছেন তিনি।
আজিজুল শেখের এমন সততা ও আদর্শিক ভূমিকা শুধু বাঙলা কলেজই নয়, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঝেও ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
তিনি বলেন—
“আমি কোনো চাঁদাবাজি বা অবৈধ অর্থ নয়—নিজের উপার্জনের টাকায় রাজনীতি করি। ছাত্রদল কখনো চাঁদাবাজির রাজনীতি করে না। আমরা আদর্শের রাজনীতি করি।”
বাঙলা কলেজ ছাত্রদলের এই তরুণ নেতা আরও বলেন—
“ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়—সবার আগে বাংলাদেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত। ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি জানান, ছাত্রদল দেশের গণতন্ত্র ও ন্যায় অধিকার প্রতিষ্ঠায় বরাবরই সামনের সারিতে ছিল এবং থাকবে। তরুণদের অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদল সবসময় দায়িত্ব পালন করছে।
আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আজিজুল শেখের কার্যক্রমে ছাত্রসমাজ গর্বিত—এমন মন্তব্য করেছেন বাঙলা কলেজ ছাত্রদলের অন্যান্য নেতারাও।
তাদের ভাষায়—
“তারেক রহমানের নেতৃত্বে সৎ, আদর্শিক ও গণমুখী ছাত্র রাজনীতি গড়তে আজিজুল শেখ এক উজ্জ্বল উদাহরণ।”
তিনি জানান, বাঙলা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে দলকে বিজয়ী করতে নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।