মো: রুবেল মিয়া সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪/কেজি গাঁজা উদ্ধার,তিন জন মাদক কারবারী গ্রেফতার। গ্রেফতারকৃত আসামিদের নাম ঠিকানা।১/আছিয়া বেগম(৪০)পিতা - মৃত লালু মিয়া -স্বামী- ইব্রাহিম সাং- পশ্চিম কান্দিপাড়া রাঙ্গামাটিয়া।-২/আকলিমা(৩০)শামছুদ্দিন-স্বামী-মোজাম্মেল সাং-উওর শাটিপাড়া রাঙ্গামাটিয়া। ৩/শাহানাজ(২৮)পিতা-মৃত জামাল মিয়া, স্বামী - ফারুক মিয়া সাং-বিলাসদি আল্লাহু চক্কর,/মানিক মিয়ার বাড়ি,সর্ব থানা-নরসিংদী সদর -জেলা-নরসিংদী আজ ১০/১১/২০২৫ খ্রি. রাত ১৯.৩০ ঘটিকায় বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম থানা এলাকায় অভিযান পরিচালনাকালীন অত্র থানাধীন পৌরসভাস্থ আসাদনগর এলাকা হতে ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।পৌরসভাস্হ আসাদন এলাকার বাসিন্দারা অনেক এ বলেন দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে ব্যবসা করে যাচ্ছে, গোপন সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ীদের সাথে আরো অনেকে জড়িত আছে।তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হওক।এবং পাশাপাশি জারা জরিত আছে, তাদের কে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি প্রদান করা হওক।আসাদনগর এলাকাবাসীর জুর দাবি জানাচ্ছি, প্রশাসনের কাছে। মাদক কারবারীর কারনে আমাদের গ্রেরামের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারেনা।তাদের কারনে আমাদের যুব সমাজ নষ্ট পথে চলে যাচ্ছে। গ্রেফতারকৃত আসামীদৃবয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজ করা হয়েছে।