মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি। বানিয়াচংয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি রাতের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সমূহের ভবনে অর্ধনমিত পতাকা উত্তোলন, সকাল ১০ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে শিশু, কিশোরদের রচনা, চিত্রাংকন ও ছড়া পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১ ঘটিকায় আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী। মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশানর (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ গোলাম মস্তুফা, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমদ লিটন, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির প্রমুখ। এছাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (চঃ দাঃ) কবিরুল ইসলাম, উপজেরা সমবায় অফিসার ইকবাল হোসেনসহ বিভিন্ন অফিসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।