লালমোহন প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধলী গৌরনগর পূর্ব শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় বিভিন্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলী গৌরনগর পূর্ব শাখার সভাপতি আলহাজ্ব ইউসুফ মেম্বার। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে আলহাজ্ব ইউসুফ মেম্বার বলেন, “বিএনপি শুধু রাজনৈতিক দলের কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, বরং পরিবেশ রক্ষায়ও কাজ করছে। আমরা চাই আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে।”
নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, বৃক্ষ কেবল ছায়া দেয় না, এটি অক্সিজেন সরবরাহ করে জীবন রক্ষার অন্যতম অবলম্বন। বর্তমান জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতারা এসময় বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। এর অংশ হিসেবেই এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরিবেশ রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও দল ভবিষ্যতে আরও এ ধরনের কার্যক্রম হাতে নেবে।
উপস্থিত নেতারা বক্তব্য শেষে আমগাছের চারা রোপণ করেন এবং অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বৃক্ষ পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন।