ফরহাদ রহমান
স্টাফ রিপোর্টার কক্সবাজার:-
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে টেকনাফ উপজেলা প্রেসক্লাব।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টা, ফজরের নামাজের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।”
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হচ্ছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, দলীয় নেতাকর্মী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে।
এক শোকবার্তায় বাংলাদেশ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং এই অপূরণীয় ক্ষতিতে শোকাহত সবাইকে ধৈর্য ও সহনশীলতা দান করেন।
এ শোকবার্তায় বিশেষভাবে শোক প্রকাশ করেছেন-
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন,সাধারণ সম্পাদক ফরহাদ রহমান সহ সংগঠনের সকল সদস্যদের পক্ষে মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।