নিজস্ব প্রতিবেদক :-
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি নেতা মোহাম্মদ হায়দার খান নাগর।
মঙ্গলবার ৩০ ডিসেম্বর বিকেলে এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মোহাম্মদ হায়দার খান নাগর বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় ও সাহসী নেতা। স্বৈরাচারবিরোধী আন্দোলন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার রক্ষায় তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
তিনি আরও বলেন, “দেশের সংকটময় সময়ে আপসহীন নেতৃত্ব দিয়ে তিনি সাধারণ মানুষের অধিকার ও স্বাধীনতার প্রশ্নে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও সাহস জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে অনুপ্রাণিত করবে।”
মোহাম্মদ হায়দার খান নাগর বলেন, “রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, বরং জনগণের কল্যাণ ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য—এই শিক্ষাই তিনি আমাদের দিয়ে গেছেন। তাঁর মৃত্যুতে দেশ এক অভিভাবকতুল্য রাষ্ট্রনায়ককে হারালো।”
তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন, যেন তিনি মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারসহ সমগ্র দেশবাসীকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করেন।
মোহাম্মদ হায়দার খান নাগর
সাবেক জয়েন্ট সেক্রেটারি, বৃহত্তর উত্তরা জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক দল
সাবেক সহ-সম্পাদক, উত্তরা পশ্চিম থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর জিয়া মঞ্চ