নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুমন এর বড় বোন রাজধানী ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বিএনপি নেতা শরিফুল ইসলাম সুমনের বড় বোনের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।
এক শোকবার্তায় তিনি বলেন,
“মরহুমার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন।”
পরিবারের সদস্যদের পক্ষ থেকেও মরহুমার আত্মার মাগফেরাত ও জান্নাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
আমরা সবাই মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি—
আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।