বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, স্বার্থক হোক। সংগঠনের সকল সাংবাদিক নেতা-কর্মী এবং গণমাধ্যমকর্মীরা হোক আরও সাহসী, আরও সংগ্রামী।
সাংবাদিকতা শুধুই একটি পেশা নয়—এটি সত্য, ন্যায় ও সমাজের প্রতি দায়বদ্ধতার এক মহৎ অঙ্গীকার। সেই অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে, কলমের শাণিত শক্তিতে বাস্তব রূপ দিয়ে চলেছে একটি দৃঢ় সংগঠন—বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
বিএমএসএফ শুধু একটি সংগঠনের নাম নয়, এটি হলো নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত এবং উপেক্ষিত মফস্বল সাংবাদিকদের সম্মান, সাহস এবং অস্তিত্বের প্রতীক। দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করা হাজারো সংবাদকর্মীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় সংগঠনটি যে বলিষ্ঠ অবস্থান গ্রহণ করেছে, তা নিঃসন্দেহে ইতিহাসে গৌরবের সোনালি অধ্যায় হয়ে থাকবে।
আগামী ১৫ জুলাই ২০২৫, বিএমএসএফ উদযাপন করতে যাচ্ছে তার গৌরবময় ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই ঐতিহাসিক ও আনন্দঘন মুহূর্তে, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা-র পক্ষ থেকে সংগঠনের সকল সম্মানিত সদস্য, উপদেষ্টা, নেতৃত্ব ও শুভানুধ্যায়ীসহ দেশজুড়ে ছড়িয়ে থাকা প্রত্যেক সংগ্রামী সাংবাদিককে জানাই গভীর শ্রদ্ধা, অন্তর থেকে উৎসারিত অভিনন্দন ও অফুরন্ত ভালোবাসা।
“নির্যাতিত-নিপীড়িত সাংবাদিকদের পক্ষের শক্তি — বিএমএসএফ” এই সংগ্রামী সংগঠনের পথচলা হোক আরও দৃঢ়, আরও সাফল্যমণ্ডিত।
সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকরা যেন আরও বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠতে পারেন, গণমাধ্যম হোক স্বাধীন, দায়িত্বশীল এবং জনগণের নির্ভরযোগ্য মুখপাত্র—এই হোক আমাদের সম্মিলিত প্রত্যাশা।
শুভেচ্ছান্তে,
মোঃ মাহিদুল হাসান সরকার
সম্পাদকমণ্ডলীর সভাপতি
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা।