মোঃ রাশেদ আল শাহরিয়া স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের নজরপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ৫ (পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ২১ নভেম্বর ২০২৫ খ্রি. সকাল ১০টা ৩০ মিনিটে বিজয়নগর থানা পুলিশের একটি টিম মাঠ পর্যায়ে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হলে তার হেফাজত থেকে উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় নাম: মোঃ জয়নাল খান (৬৯), পিতা: মৃত লাল খান, মাতা: মৃত জরিনা বিবি, ঠিকানা: সাং-স্বল্লাআন্দালিয়া, থানা-বারহাট্টা, জেলা-নেত্রকোনা।
ঘটনার পর বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।