
মো:রুবেল মিয়া সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া, ০৮ ডিসেম্বর ২০২৫:বিজয়নগর উপজেলার কল্যাণপুরে ভূমি দখলকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে। রজব আলী (পিতা- অহাদ আলী) নামে এক ভুক্তভোগী বিজয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, গত ০৮/১২/২০২৫ইং তারিখে দুপুর আনুমানিক ৩:০০ ঘটিকার সময় কল্যাণপুর গ্রামের রজব আলীর বসতবাড়িতে এই ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন জিলু মিয়া (৫৮), তার তিন ছেলে মিজান মিয়া (৩০), কুদ্দুস মিয়া (২৭) এবং আমির হোসেন (২২)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
রজব আলী জানান, অভিযুক্তরা প্রায় তিন মাস আগে তার অনুপস্থিতিতে তার বাড়ির আংশিক জায়গা জোরপূর্বক দখল করে একটি বিল্ডিং নির্মাণ কাজ শুরু করে। তিনি বাড়িতে ফিরে এসে নির্মাণ কাজে বাধা দিলে তাদের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন, রজব আলী এবং তার বোন পারুল আক্তার ও মেয়ে মুক্তা আক্তারের সাথে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে রাম দা, লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের মারতে উদ্যত হয়। এসময় ৪নং অভিযুক্ত আমির হোসেন রজব আলীর মেয়ে মুক্তা আক্তারের তলপেটে লাথি মারে।
রজব আলী অভিযোগ করেছেন, পরিস্থিতি খারাপ দেখে তারা চুপ হয়ে গেলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করার আগে তাদের হুমকি দিয়ে বলে যে, পরবর্তীতে ওই জায়গায় বিল্ডিং নির্মাণে বাধা দিলে বা এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে তাদের একা পেলে মারধর করে লাশ বানিয়ে ফেলবে।
১০/১২/২০২৫ ইংরেজি রোজ বুধবার বিযষটি স্থানীয় লোক মুখে ভাইরাল হলে সরজমিনে একাদিক অনলাইন ও জাতীয়পত্রিকা সাংবাদিক গন গিয়ে সত্যতা নিশ্চিত করে যে স্থায়ী স্থাপনা করার ক্ষেত্রে সরকারি আইন অনুযায়ী মেনে করার কথা ছিল তা আংশিক ও মানা হয়নি ,তাছারা বিরুদ্ধ সৃষ্টি করার উদ্দেশে সাংবাদিক দের সামনেই গালি গালাজ গালাজ ও হুমকি প্রধান করেন এর দ্রুত সময়ের মধ্যে ন্যায় বিচার করা না হলে যে কোন সময় পারিবারিক ভাবে আশংকা জনক গঠনা গটতে পারে বলে মনে করা হয় ।
এই ঘটনায় পারুল আক্তার, মুক্তা আক্তার এবং মনির মিয়া নামে তিনজন সাক্ষী রয়েছেন। রজব আলী অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজয়নগর থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন।
এই ঘটনার বিস্তারিত তদন্ত পুলিশ কতৃক চলছে।