মোঃ রাশেদ আল শাহরিয়া স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৫৫ লাখ টাকার ভারতীয় উন্নতমানের সানগ্লাস জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ০১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ২৫ বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে ইব্রাহিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৬,৫০৮ পিস ভারতীয় উন্নত মানের সানগ্লাস উদ্ধার করা হয়, যার সিজার মূল্য ৫৪,২৯,০০০ টাকা। উদ্ধারকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবি জানায়, চলতি সময়ের অভিযানে সরাইল ব্যাটালিয়ন মোট ৫৪,৮৭,৮০০ টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে।