নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর মিরপুরের মাজার রোডের ২য় কলোনির বাসিন্দা জলফু মিয়া (বাড়ি নং 56/A/A) গত আড়াই বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওই দুর্ঘটনার পর থেকে তার শরীরের অবস্থা ক্রমেই অবনতির দিকে যেতে থাকে।
অর্থের অভাবে জলফু মিয়া দীর্ঘদিন পর্যাপ্ত চিকিৎসা নিতে পারেননি। যতদিন সম্ভব হয়েছিল, তিনি রাস্তায় হুইলচেয়ারে বসে পথচারীদের সাহায্য নিয়ে অল্প কিছু চিকিৎসা চালিয়ে গেছেন। কিন্তু বর্তমানে তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে, সেই উপায়ও আর সম্ভব হচ্ছে না।
দুর্ঘটনার পর থেকে পরিবারসহ তিনি মারাত্মক সংকটে দিন কাটাচ্ছেন। বর্তমানে জীবিকা নির্বাহ তো দূরের কথা, নিয়মিত ওষুধ কেনা এবং সঠিক চিকিৎসা করানোও তার পক্ষে সম্ভব হচ্ছে না।
স্থানীয়রা জানাচ্ছেন, জলফু মিয়া অত্যন্ত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। মানবিক কারণে সামর্থ্যবান ব্যক্তি, সমাজসেবী প্রতিষ্ঠান ও সরকারি উদ্যোগ থেকে দ্রুত সহযোগিতা না পেলে তার জীবন আরও ঝুঁকির মধ্যে পড়বে।
নাম:জলফু মিয়া
যোগাযোগ:01306668033(Bikash)