
চারিপাশে হত্যা
গিবত আর মিথ্যা-
ধর্ষণে যেন জাতি ক্ষিপ্ত-
পাপীদের হুংকারে
অস্ত্রের ঝংকারে-
সুশীল গুণী পাপে লিপ্ত-
ঘুমিয়ে আছে জাতি
মানবতার ভরাডুবি-
জাগ্রত বিবেক অই পুড়ছে--
ভয় ডর নাহি করে
রাজপথে যদি বলে-
নির্দোষী দোষী বলে ধরছে-
ধর্মকে পুঁজি করে
মরণকে ভুলে গিয়ে--
রমরমা করে কেউ ব্যাবসা----
যদি কেউ করে জয়
টেনে ধরে করি ক্ষয়---
দিবানিশি পুষি বুকে হিংসা--
খুলিলে বন্ধ জ্যোতি
হয়েছে তারই ক্ষতি--
অপরাধী অপরাধে ব্যস্ত---
করি যদি প্রতিবাদ
হতে হয় বরবাদ----
অবশেষে লোভে জাতি ন্যস্ত--
মুখে বলি মহাবীর
কর্মতে নত শির-----
পারিনি জ্বালাতে কভু দীক্ষা--
মানুষে মানুষ মারে
অর্থের মায়া পড়ে---
এই কি জাতির বল শিক্ষা--
নেতাদের নেই নীতি
বিবেকের এই গতি--
ক্ষমতার লোভে ওঁরা ক্লান্ত--
অর্থের গর্বে কেউ থাকে স্বর্গে--
হবেনা হবেনা ওঁরা শান্ত--
সৃষ্টিতে শ্রেষ্ঠ ভুল পথেই ভ্রষ্ট ---
ঘুনে ধরা বিবেক তাই নষ্ট---
ভয় নেই আঁখি খোল
রাজপথে নেমে বল---
পাপীদের করিব পিষ্ট---
সত্যকে চেপে ধরে
মিথ্যাকে বুকে করে--
জীবন সবার আজ ঘৃণ্য--
এসেছে সময় এবার
জাগিয়ে বিবেক সবার---
সব ভুলে করি দেশ ধন্য--