
আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :
গাজীপুরের শ্রীপুর পৌর ৭ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে ভোট প্রার্থনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী এস এম রফিকুল ইসলাম-এর পক্ষে শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করা হয়েছে।
প্রচারণার ৫ম দিন সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের বাড়িতে গিয়ে ভোট চাওয়া হয়। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারি সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, জনগণ পরিবর্তন চায়। ধানের শীষই পারে মানুষের অধিকার ফিরিয়ে দিতে। নির্বাচনের দিন সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।