শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার: বিশ্বে কতশত পেশা রয়েছে তন্মধ্যে অধিকতর ঝুঁকিপূর্ণ ও সম্মানজনক পেশা হচ্ছে গণমাধ্যম।
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা'র সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমিটি'র প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেন।
কোনো ব্যক্তি যখন সাংবাদিকতাকে পেশা হিসাবে বেছে নেয় তখন সে এটা জেনে ও বুঝে এ পেশায় নিজেকে নিয়োজিত করে যে, সত্য প্রকাশে তাকে বাধাহীন হতে হবে, তাকে হতে হবে সাহসী ও নির্ভিক একই সাথে তার পরিবারও জানে সত্য প্রকাশে তাদের উপর অনেক ঝড় আসতে পারে। হামলা-মামলা সহ আরোও নানাবিধ ঘটনার স্বীকার হওয়া লাগতে পারে এমনকি প্রাণ সংশয় ও হতে পারে।
অতএব, অবৈধ, অনিয়ম ও দুর্নীতিবাজ'রা সাবধান। সাংবাদিকদের হামলা মামলা ও হত্যার ভয় দেখিয়ে লাভ নেই।
খান সেলিম রহমান আরো বলেন, মনে রাখবেন আপনি সরকারি চাকরি করেন আপনার চাকরির মেয়াদ ৩০ বছর।
আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনার মেয়াদ ৫ বছর।
আপনি এমপি আপনার মেয়াদ ৫ বছর, যদি এলাকার উন্নয়নে ভালো কাজ করেন, তাহলে দল আপনাকে আবারো মনোনয়ন দিতে পারে তাও সারা জীবনের জন্য নয়।
মহান আল্লাহ রাব্বুল আলামীন যদি একজন
গণমাধ্যম কর্মী'কে সুস্থ্য রাখেন। তাহলে সে কবরে যাওয়ার আগের দিন পর্যন্ত সাংবাদিকতা করে যেতে পারবে। পক্ষান্তরে একজন গনমাধ্যমকর্মী যদি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে তাহলে সে অনেক দূর প্রসারিত হতে পারে। নিজেকে বিকাশিত করতে পারে বিশ্ব দরবারে।