মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি:
বীর বিক্রম আব্দুল খালেক, পিতা মরহুম কামির উদ্দিন মন্ডল,মাতা গোলজান বিবি, তিনি ১৯৩৮ সালে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার অধীন বিয়ানা বোনা গ্রামে জন্মগ্রহণ করেন।এবং ২০২০ সালের ৩০ শে জুলাই মৃত্যুবরণ করেন।মৃত্যুবরণের সময় তিনি রেখে যান তার দুই পুত্র মোঃ মাসুম আক্তার জামান” শিশির” ও মোঃ আবুল হাসান ” কচি” এবং দুই মেয়ে মোসাম্মদ কারিমাতুন্নেসা “লাভলী” ও মোছাম্মদ মিরাতুন্নেসা ” শিবলাী”ও অসংখ্য গুনোগ্রাহী। তিনি ১৯৬৩ সালে পাকিস্তান নৌবাহিনীতে যোগ দেন এবং ১৯৬৯ সালে স্বেচ্ছায় অবসর নেন। এবং ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ও দেশ মাতৃকার টানে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি স্বাধীনতা যুদ্ধে সাত নম্বর সেক্টর এর সাব সেক্টর চার নাম্বারে যুদ্ধ করেন এবং মহান স্বাধীনতা যুদ্ধে অসামান্যতার জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার তাকে ” বীর বিক্রম” খেতাবে ভূষিত করেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে প্রেমতলী অপারেশনে পাকিস্তান বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে গুলিবিদ্ধ হন।বুকে গুলি লেগে পিঠ দিয়ে বের হয়ে যায় ।