
বাহাউদ্দীন তালুকদার :
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে ধারণ করে ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি গৌতম কুমার বিশ্বাস’র একান্ত নিজস্ব উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২৫) সকাল ১১টায় মিরপুর ডাম্পিং এরিয়ায় ও ট্রাফিক দারুসসালাম জোনের গাবতলী নতুন ইউলুপ গোলচত্তর এলাকায় বিভিন্ন সড়ক দ্বীপে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্য্যবর্ধক গাছের চারা রোপণ করেন ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি গৌতম কুমার বিশ্বাস।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি গৌতম কুমার বিশ্বাস বলেন, “বৃক্ষ মানুষের পরম ও প্রকৃত বন্ধু। পরিবেশের অবক্ষয় রোধে ও দারিদ্র্য বিমোচনে বৃক্ষরোপণ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। আমাদের শিশু-কিশোর প্রজন্মকে যদি এখন থেকেই বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তোলা যায়, তাহলে একদিন আমাদের দেশ ভরে উঠবে সবুজে-সবুজে।”
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ট্রাফিক দারুসসালাম জোনের এসি আরিফুল ইসলাম রনি, ট্রাফিক মিরপুর জোনের এসি শরিফ উল আলম, টি আই (প্রশাসন) মাহফুজ, টি আই আমজাদ হোসেন, টি মাহমুদ সুমন, টি আই আসাদুজ্জামান, টি আই গোলাম মওলা, টি মনিরুল ইসলাম মনির, টি আই মশিউর রহমান, টি আই সোহরাব হোসেন, টি আই আল আমিন, টি আই জুবায়ের হাসান অন্যান্য সার্জেন্ট, কনস্টেবল গণ সহ ট্যাগ সদস্যরা। এই কর্মসূচির আওতায় জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত সমন্বিতভাবে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।