স্টাফ রিপোর্টারঃ মোঃ নেছার উদ্দিন
বরগুনার আমতলীতে বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনসমূহ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, “শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা। তাঁর আদর্শ ও ত্যাগ আজও গণতন্ত্রকামী মানুষের প্রেরণার উৎস। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীদের উপস্থিতি প্রমাণ করে বিএনপি এখনও জনগণের হৃদয়ে স্থান করে আছে।” সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং দলকে সুসংগঠিত করার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তুহিন মৃধা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।