পলাশ মণ্ডল রুবেল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন শ্রীপুর পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও বর্তমান সেক্রেটারি পদপ্রার্থী, শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সক্রিয় সদস্য জনাব সোহাগ প্রধান।
দলীয় নেতা–কর্মী, এলাকাবাসী ও দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, “গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। দেশের কঠিন সময়ে তিনি জাতির জন্য যে আত্মত্যাগ ও অবদান রেখেছেন, তা অনন্য উদাহরণ। আজ তিনি অসুস্থ। তাঁর সুস্থতার জন্য আমরা শ্রীপুর পৌরসভার সর্বস্তরের মানুষ আন্তরিকভাবে দোয়া চাই।
তিনি আরও বলেন, “শ্রীপুর পৌরসভা থেকে শুরু করে সারা দেশের নানাপ্রান্তে মসজিদ–মাদ্রাসা, মন্দির, গির্জা ও বিভিন্ন উপাসনালয়ে মানুষ দলমত–নির্বিশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন। এটি আমাদের জন্য গর্বের বিষয়। গণতন্ত্রের মাকে সুস্থ দেখতে চাওয়াটা এখন সকল শ্রেণি-পেশার মানুষেরই দাবি।”
তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে এলে দেশ আরও স্থিতিশীল হবে, গণতন্ত্রের পথ শক্তিশালী হবে, এবং মানুষ নতুন আশায় উদ্দীপ্ত হবে। দেশের সংকটময় মুহূর্তে তাঁর প্রয়োজনীয়তা অনেক বেশি।”
সোহাগ প্রধান এক আবেগপূর্ণ কণ্ঠে দেশবাসীর উদ্দেশ্যে বলেন, “আমি শ্রীপুর পৌরসভার মানুষসহ গোটা দেশের সকলের কাছে অনুরোধ করছি—আপনারা আপনাদের দোয়া ও প্রার্থনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাখুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন এবং আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেন—এই দোয়া করি। আমিন।”
জানা যায়, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে মসজিদ-মাদ্রাসায় মিলাদ, কোরআন খতম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। নেতাকর্মীসহ সাধারণ মানুষও নিজ নিজ অবস্থান থেকে তাঁর রোগমুক্তি কামনা করে প্রার্থনা করছেন।
শ্রীপুর পৌরসভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দও সার্বক্ষণিকভাবে তার সুস্থতার খবর জানতে চেষ্টা করছেন। এ সময় সোহাগ প্রধান বলেন,
“দেশের মানুষ তাঁকে ভালোবাসে; এই ভালোবাসাই তাঁর প্রকৃত শক্তি। আমরা সবাই একসাথে আন্তরিক দোয়া করি, আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন।”