
ইব্রাহিম খলিল, পাবনা প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ডিসেম্বর) একদন্ত উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ও জেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একদন্ত ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা–৫ আসনের এমপি পদপ্রার্থী শামছুর রহমান শিমুল বিশ্বাস।বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা–৪ আসনের এমপি পদপ্রার্থী হাবিবুর রহমান হাবীব। আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা ও সদস্য সচিব মনোয়ার হোসেন আলম সভায় বক্তব্য রাখেন- একদন্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর হোসেন আকু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কোরবান আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ আলী, সাবেক আহ্বায়ক শাহীন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সভাপতি কামরুল ইসলাম ঝন্টু, সাবেক সম্পাদক বাবুল হোসেন বাবু, যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম বাবু, নুর মোহাম্মদ বগা, আব্দুস সামাদ ঝন্টু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মেহেরুন্নেছা শাজাহান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান খান, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করা হয়।