রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
ঘোষনা
ঝিনাইদহে সাইবার পুলিশের সাফল্য, শতাধিক মোবাইল ও প্রায় লাখ টাকা উদ্ধার বিশিষ্ট সমাজসেবক ও এসআইবিএল পরিচালক নার্গিস মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী আজ সিংগারবিল ইউনিয়ন বিএনপির নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত। রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে হাঁটু পানি, চরম ভোগান্তিতে নগরবাসী গলাচিপা ইউনিয়নের যুব অধিকার পরিষদ নেতাকে দল থেকে বহিষ্কার “পুলিশের ওপর হামলা মামলার আসামি ইসলামি আন্দোলন বাংলাদেশ- চট্টগ্রাম শাখার এক নেতা। তাকে উক্ত মামলায় গ্রেফতার করা হলে, এর প্রতিবাদে চট্টগ্রামের পাঁচলাইশ থানা ঘিরে দিনভর বিক্ষোভ করে ‘ইসলামী আন্দোলন, বাংলাদেশের’ নেতাকর্মীরা আশুগঞ্জে ১৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বিদায়ী সংবর্ধনা জানালেন, হরিণাকুণ্ডুর মুক্তিযোদ্ধা কমাণ্ডার চোর সন্দেহে যুবককে হত্যা চেষ্টা হারুয়ালছড়িতে বিএনপির ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ ঝিনাইদহে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার- সার,বীজ উদ্ধারের নাটক সাজানোর অভিযোগে তোলপাড়- মির্জাপুর গোলাপী হত্যা মামলায় স্বামী আব্দুল কাদের শশুর বাড়ী থেকে গ্রেপ্তার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকের পিতার জানাজায় হাজারো মানুষের ঢল রাজশাহী মডেল প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ইমদাদুল, সম্পাদক হিরো জামায়াতকে আমরা ১৯৭১ সালেই দেখেছি, নতুন করে দেখার কিছু নেই – আমিনুল হক বাঘায় বেল্লাল মন্ডলের সন্ত্রাসে উত্তাল এলাকা: বৈধ বালু ব্যবসায়ী ইঞ্জিনিয়ার কাকন ষড়যন্ত্রের শিকার রংপুরে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশে ঘোষণা দাবি না মানলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি উত্তরাঞ্চলে টানা বৃষ্টি, উজানের ঢলে তিস্তায় পানি বাড়ছে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন সম্পন্ন মিরপুর থানা কৃষক দলের গণসংযোগ ও বিশাল মিছিল ঢাকা ১৪ আসনে ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলির পক্ষে ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শন

বেপরোয়া গতির বাস চাপায় যুবকের মৃত্যু, বাস আটক করায় স্কুল ছাত্রের হাত ভেঙ্গে দিলেন আওয়ামী নেতা!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৯১ বার পঠিত

 

মানজারুল ইসলাম মিলন শরীয়তপুর জেলা প্রতিনিধি!

শরীয়তপুরের জাজিরায় বাস চাপায় যুবকের মৃত্যুর ঘটনায় বাস আটক করায় এসএসসি পরীক্ষার্থী হুমায়ন বেপারী (১৬) নামের এক যুবকের হাত ভেঙ্গে দিয়েছেন স্থানীয় আওয়ামীলীগ নেতা রুবেল বেপারী। এ ঘটনায় দেলোয়ার বেপারী নামে আরও একজন আহত হয়েছেন। জানা যায়, রুবেল বেপারি শরীয়তপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপু মিয়ার অনুসারী।

শনিবার (২২ মার্চ)  দুপুর সাড়ে ৪ টার দিকে উপজেলার দক্ষিণ ডুবলদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ দুপুরে উপজেলার কুন্ডেরচর এলাকার বাসিন্দা ও জাজিরা পুরাতন বাজারের কাপড় ব্যবসায়ী শাকিল মল্লিক নামের এক যুবক ব্যবসায়িক কাজে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে জাজিরার টিএন্ডটি মোড় এলাকা হতে মোটরসাইকেল যোগে  নাওডোবা যাওয়ার পথে গনির মোড় এলাকায় পৌছালে শরীয়তপুর সুপার সার্ভিসের একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনার পরে বিক্ষুব্ধ জনতা কাজিরহাট বাসস্ট্যান্ড এলাকায় ঘাতক বাসটি আটক করে। আটক করার পরে স্থানীয় আ.লীগ নেতা ও বাস মালিক সমিতির সদস্য রুবেল বেপারী ঘটনাস্থলে আসেন এবং বিক্ষুব্ধ জনতার সাথে বাকবিতণ্ডায় জড়ান। বাকবিতণ্ডার এক পর্যায়ে আওয়ামী নেতা রুবেল বেপারী তার সন্ত্রাসী বাহিনি নিয়ে বিক্ষুব্ধ জনতার উপর অতর্কিত হামলা চালায়।

এসময় দক্ষিণ ডুবলদিয়া আব্দুর রাজ্জাক হাই স্কুলের ছাত্র ও এসএসসি পরীক্ষার্থী হুমায়ন বেপারী প্রাইভেট পড়তে যাওয়ার সময় হামলার শিকার হয়। এতে তার একটি হাত ভেঙ্গে যায় ও শরিরের বিভিন্ন যায়গায় আঘাত পায়। পাশাপাশি স্থানীয় দেলোয়ার বেপারী নামের একজন আহত হন।

এ বিষয়ে এসএসসি পরীক্ষার্থী হুমায়ন বেপারী বলেন, আমি প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাস্তায় একটি বাস আটক অবস্থায় দেখি। এসময় ঐ রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় আওয়ামীলীগ নেতা রুবেল বেপারী ও তার সন্ত্রাসী বাহিনী আমার উপর অতর্কিত হামলা চালায়। এতে আমার বাম হাত ভেঙ্গে যায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হই। সামনে আমার এসএসসি পরিক্ষা। আমি এঘটনার বিচার চাই।

আহত দেলোয়ার বেপারী বলেন,গনিরমোড়ে বাস চাপায় একজনের মৃত্যুর পরে বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আমার দোকানের সামনে দাড় করিয়ে রাখে। এরপরে স্থানীয় আওয়ামীলীগ নেতা সেখানে এসে বাস ছাড়িয়ে নিতে তাদের সাথে বাকবিতণ্ডায় জড়ায় এবং ক্ষুদ্ধ হয়ে আমার দোকানে এসে অতর্কিত হামলা চালায়। আমি এ হামলার বিচার চাই।

উক্ত ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আওয়ামীলীগ নেতা রুবেল বেপারী তার লোকজন ডেকে এনে স্থানীয়দের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালাচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আওয়ামী নেতা রুবেল বেপারী বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। উল্টো তারা আমাকে মারধর করেছে।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, এ ব্যাপারে ভুক্তভোগী কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991