সৈয়দ মুহাম্মদ জহিরুল ইসলাম,চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ডাকাতির চেষ্টাকালে এলাকাবাসীর তীব্র প্রতিরোধে পালিয়ে যেতে বাধ্য হয়েছে একটি ডাকাত দল। তবে পলায়নের আগে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তাসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।
গত বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ‘বাদশা হুজুর বাড়ির’ সংলগ্ন একটি নতুন বাড়িতে এই দুর্ধর্ষ চুরির চেষ্টা ও হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন— আব্দুল হাশেম ও সিরাজ খাতুন।
আহত আব্দুল হাশেম ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানান, গভীর রাতে রাম দা নিয়ে তিনজনের একটি সশস্ত্র ডাকাত দল তাঁর ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকেই তারা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায় এবং মারধর শুরু করে। একপর্যায়ে তাঁর স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন জেগে ওঠে। দ্রুত পরিস্থিতির গুরুত্ব বুঝে আব্দুল হাশেমের পুত্রবধূ পাশের পুরাতন বাড়িতে অবস্থানরত আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের ফোনে বিষয়টি জানান।
এলাকাবাসী লাঠিসোটা নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসলে অবস্থা বেগতিক দেখে ডাকাত দল কোনো মালামাল লুটে নিতে না পেরেই দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছেন। ওসি আরও জানান, ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
বর্তমানে এলাকায় আতঙ্ক বিরাজ করলেও পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।