
সৈয়দ মুহাম্মদ জহিরুল ইসলাম,চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে মাত্র এক রাতের ব্যবধানে একটি বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার আমুচিয়া ও শাকপুরা ইউনিয়নে এই পৃথক অপরাধের ঘটনাগুলো ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাস্টার বাজার এলাকার মিলন দাশের বাড়িতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাতদল হানা দেয়। ডাকাতরা ঘরের দরজা ও তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। ভুক্তভোগী পরিবারের সদস্য চন্দনা দাশ ও শিশু রাজ দাশ জানান, ডাকাতদল ঘর থেকে নগদ ১২ হাজার টাকা, প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার এবং ৫-৬টি মোবাইল ফোন লুটে নিয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. জাফর আলম এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, “জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এমন ডাকাতির ঘটনা সবাইকে মর্মাহত করেছে।” তিনি দ্রুত ডাকাতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
একই রাতে শাকপুরা ইউনিয়নের হাজী রহমত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোমা দে জানান, রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে চোরচক্র বিদ্যালয়ের ছাদে উঠে ৬টি পানির ট্যাংকের গেট বাল্ব, সোলার প্যানেলের কন্ট্রোল বক্স ও ইলেকট্রিক তার কেটে নিয়ে গেছে। এ বিষয়ে বোয়ালখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
খবর পেয়ে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান। তিনি জানান, “চোর ও ডাকাতদের চিহ্নিত করতে পুলিশ ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছে। দ্রুতই এসব ঘটনার সঙ্গে জড়িতদের আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”