
মোঃ বাবুল ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধান ময়মনসিংহে ঘটেছে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড — পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক যুবককে পৈশাচিকভাবে হত্যা করা হয়। নৃশংসতার চূড়ান্ত রূপে তার পেট চিরে ভুঁড়ি বের করে ব্রহ্মপুত্র নদীতে ফেলে দেয়া হয় লাশটি চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশের নিরলস তৎপরতায় অবশেষে রহস্যের জট খুলেছে। কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছে মূল দুই আসামি — মোঃ আবু রায়হান (২৮) ও মোহাম্মদ ইয়াসিন (২৫)। উভয়েই ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের নিমতলা গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের পর তারা আদালতে হত্যার কথা স্বীকার করেছে, জানিয়েছে পুলিশ। ২২ অক্টোবর সকালে মন্নাছের গুদারাঘাটের পাশে ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয়রা। ৯৯৯-এ ফোন পেয়ে কোতোয়ালী মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষায় লাশের পরিচয় শনাক্ত হয়— তিনি অষ্টধার ইউনিয়নের বাসিন্দা মোঃ আবু সাঈদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। জানা গেছে, পাওনা টাকা চাওয়া নিয়ে আবু সাঈদের সঙ্গে রায়হান ও ইয়াসিনের বিরোধ তৈরি হয়। একপর্যায়ে তারা আবু সাঈদকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে, তারপর পেট চিরে ভুঁড়ি বের করে নদীতে ভাসিয়ে দেয়, যাতে লাশ দ্রুত নষ্ট হয়ে যায় এবং শনাক্ত করা না যায়। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর সার্বিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল মামুন এর তত্ত্বাবধানে কোতোয়ালী মডেল থানার এসআই মোঃ মাহবুব ফকির ও এএসআই মোঃ হুমায়ুন কবীর এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালায়। মাত্র আট দিনের মধ্যে, ৩০ অক্টোবর দুপুর সাড়ে বারোটায় ঢাকা কেরানীগঞ্জ থেকে দুই আসামি গ্রেপ্তার করা হয়। নিহতের ভাই জসিম উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা (সিসি নং–১০৪৭, জিডি নং–২৫৭০) দায়ের করেন। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে, এবং তারা হত্যার কথা অকপটে স্বীকার করেছে। এই নৃশংস ঘটনায় এলাকাজুড়ে শোক, ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি—এদের সর্বোচ্চ শাস্তি হোক,যেন আর কেউ এমন অমানবিকতার দৃষ্টান্ত স্থাপন করতে না পারে। পুলিশ জানিয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। মানবতার মুখে অমানবিকতার ছুরি — ব্রহ্মপুত্রের বুকে আরেকটি আর্তনাদ