নয়ন ইসলাম বকুল হ্মণবাড়িয়া, ১ ডিসেম্বর:
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন হত্যাকাণ্ডের প্রধান আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (৩০ নভেম্বর) রাতে র্যাব-৩ ও র্যাব-৯ এর সদস্যরা ঢাকার বাসাবো এলাকা থেকে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দেলোয়ার হোসেন দিলীপ (৪৯), যিনি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, এবং বাবুল মিয়া (২৮) রয়েছেন। তারা উভয়ই ব্রাহ্মণবাড়িয়া সদরের কান্দিপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার মো. নুরনবী জানান, সাদ্দাম হোসেন হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের ধরতে ব্যাপক তৎপরতা শুরু হয়েছিল। রোববার রাতে যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়ায় হস্তান্তরের প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
এই হত্যাকাণ্ডের সূত্রপাত ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় লায়ন শাকিল গ্রুপ এবং দেলোয়ার হোসেন দিলীপের নেতৃত্বাধীন দলগুলোর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে চলমান বিরোধ থেকে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে, যেখানে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে রাতে আবারও গোলাগুলির সময় সাদ্দাম নিহত হন।
নিহত সাদ্দামের পরিবার অভিযোগ করছে, দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে। তারা দাবি করছে, প্রতিপক্ষকে ফাঁসাতে সাদ্দামকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় সাদ্দামের বাবা মস্তু মিয়া বাদী হয়ে গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন, যেখানে দেলোয়ার হোসেন দিলীপসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে