
মোঃ রুবেল মিয়া,সংবাদদাতা:ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি চেয়ারপারসন ও দেশনে ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালিদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাই। আল্লাহ পাক যেন তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং আবারও দেশ ও গণতন্ত্রের পক্ষে কথা বলার শক্তি দান করেন।”
দোয়া মাহফিলে আরো বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। দেশবিরোধী চক্র ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে তাঁকে হত্যা করা হয়। তার পরে দেশনেত্রী খালেদা জিয়া দেশের নেতৃত্ব হাতে নেন। স্বৈরাচারী আচরণ ও সরকারি নির্যাতনের মাধ্যমে তাঁকে বারবার হয়রানি করা হয়েছে, এমনকি কারাবন্দী অবস্থায় তাঁর খাবারের সঙ্গেও অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।”
তিনি আরও দাবি করেন, “আজ দেশনেত্রী খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ে যাচ্ছেন। তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া প্রয়োজন।”
এ সময় উপস্থিত ছিলেন—
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজম
সাংগঠনিক সম্পাদক তানিম সাহেব রিপন
জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও পৌর বিএনপির নেতা আলহাজ্ব মিজানুর রহমান মিজান
জেলা যুবদলের সভাপতি শামিম মোল্লা
অনুষ্ঠানে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সকলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বক্তব্য প্রদান করেন।
দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয়।