সংবাদদাতা মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া
পবিত্র ঈদে মিলা দুননবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঐতিহ্যবাহী গুনিয়াউক গাউছিয়া হাক্কানীয়া দরবারের সম্মানিত সভাপতি ও মোতাওয়াল্লি শাহ সূফি হযরত মাঃ শেখ ইব্রাহিম (মাঃজিঃ) এর নেতৃত্বে আয়োজিত এই পবিত্র জুলুস অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই বুধবার সকাল ৯ ঘটিকায় গুনিয়াউক উত্তর ঈদগাহ ময়দান থেকে হাজার হাজার মানুষের অংশগ্রহণে এক বিরাট জশনে জুলুস বের হয়। জশনে জুলুসের র্যালি থেকে বিশ্ব মানবতার শান্তির দূত হযরত মুহাম্মদ (সাঃ) এর সম্মানে দরুদ সালাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার ধ্বনি ছড়িয়ে দেওয়া হয়। জুলুসটি গুনিয়াউকের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুনিয়াউক গাউছিয়া হাক্কানীয়া দরবার প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে ওয়াজ মাহফিল, মিলাদ কিয়াম, মোনাজাত এবং দুপুরে হাজার হাজার মানুষের খাওয়া দাওয়ার মাধ্যমে পুরো অনুষ্ঠানের প্রক্রিয়া শেষ হয়। এ সময় উপস্থিত সমাবেশে শাহ সূফি হযরত মাঃ শেখ ইব্রাহিম (মাঃজিঃ) তাঁর মূল্যবান নসিহত পেশ করেন। মোনাজাত পরিচালনা করেন নাসিরনগর ঐতিহ্যবাহী ফান্দাউক দরবারের পীর হযরত মাঃ আবদুল বাকের (মাঃজিঃ)। ছাড়াও বিভিন্ন দরবার শরীফ থেকে আগত সম্মানিত পীর-মোতাওয়াল্লি, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল-শিক্ষক, বিভিন্ন মসজিদের খতিব-ইমাম, বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ছাত্র-সমাজ এবং দরবারের ভক্ত মুরিদানসহ ভিন্ন স্তরের সুন্নি জনসাধারণ অংশ নেন। উক্ত অনুষ্ঠানে পুলিশ আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব, দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার কো-এডিটর সূফি মোঃ আসিফুর রহমান।