সংবাদদাতা মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া।
**ব্রাহ্মণবাড়িয়া, ১ অক্টোবর ২০২৫:** ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ ২২ কেজি গাঁজাসহ মো. সুমন মিয়া (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বুধবার সকালে কসবা পৌরসভাধীন আড়াইবাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সুমন কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের রুক্কু মিয়ার ছেলে।
কসবা থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে আড়াইবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় সুমনকে ২২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
আড়াইবাড়ী এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জানান, গ্রেপ্তারকৃত সুমন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এলাকাবাসী আরও অভিযোগ করেন যে, মাদক কারবারিদের দৌরাত্ম্যে যুবসমাজ বিপথে চালিত হচ্ছে এবং পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। তারা প্রশাসনের কাছে দ্রুত মাদক কারবারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সাথে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত মূল হোতা ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
গ্রেপ্তারকৃত সুমনের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।