মোঃ বকুল মিয়া
ক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া।
মেঘনা গ্রুপ এর ইউনিক সিমেন্টের ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পণ্য মেঘনাসেম ডিলাক্স সিমেন্টের নির্মাণ শিল্পী সম্মেলন আজ বিকেলে শিবপুর, নবীনগর , ব্রাহ্মনবাড়িয়া শাহ আমানত এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর সোহেল মেম্বারের নিজ ব্যবসা প্রতিষ্টানে অনুষ্ঠিত হয়েছে।মো:আবদুস শহীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রোডাক্ট সার্ভিস ইঞ্জিনিয়ার মিরাজ মিয়া,শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মুজিব এতে উপস্থিত ছিলেন
সিনিয়র এজিম ( সেলস এড মার্কেটিং) খান জাফর আলতাফ
সিনিয়র ম্যানেজার ( সেলস এড মার্কেটিং)
এনামূল হক
সিনিয়র ডেপুটি ম্যানেজার
মো: তৈয়ব মিয়া,শিবপুর আলিয়া মাদ্রাসার সভাপতি মুসলিম মিয়া, ঠিকাদার সানাউল্লাহ, ইউসুফ মিয়া, আলামিন মেহেদী সহ আরো অনেকে। এসময় বক্তারা মেঘনাসেম ডিলাক্স সিমেন্ট ব্যবহারের জন্যে সকলকে অনুরোধ করেন এবং সিমেন্টের গুনগত মান তুলে ধরেন।